অনুমরণে কাদের মোল্লা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৩, ০১:৫১:১৪ দুপুর



সতীদাহ উচ্ছেদ এর ঘটনা খুব বেশী দিনের নয়, একেবারে শেষের দিকে রাজা রামমোহন রায় যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন তখনও নিজের ভাবি চলে গেলেন আগুণের কুন্ডে সতী দাহ হয়ে, নিজের ঘরেই রোধ করতে পারলেননা, কি বিভৎস সেই সব দৃশ্য, মৃত স্বামীর চিতার সাথে জ্যান্ত স্ত্রী সপে দিলেন নিজেকে, স্বামীকে দেবতা জ্ঞানে নিজের জীবন মূল্যহীন ছিল তাই সহমরণে চলে যেত সেই সব পত্নীরা

সবসময় স্বইচ্ছায় সতীদাহ হতো তা কিন্তু না, অনেক সময় স্ত্রী নিজ থেকেই সতীদাহ হতো, আবার স্ব ইচ্ছায় না হলে সমাজ তাকে বাধ্য করতো, এমনো দেখা গেছে আগুণের কাছে গিয়ে আবার ফেরত এসেছে স্ত্রী, কিন্তু সমাজ তাকে জোর করে নিক্ষেপ করত আগুণ কুন্ডে

এতো গেল সহমরণ, আরো ছিল অনুমরণ, নদীতে সড়তে কত ঘটনায় দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হতে পারে, লাশ পাওয়া যায়না, শুধু খবর টা পেলেই হল, স্বামী আর বেঁচে নেই, তখন শুধু স্ত্রীর জন্য জ্বালানো হতো চিতা, জ্যান্ত চিতায় একাই যেতে হতো স্ত্রীকে, এটাকে বলা হতে অনুমরণ

বর্তমান সরকার অনুমরনের রেওয়াজ চালু করেছেন দেশে, কোন এক রাজাকার এর সাথে নামের কিছুটা মিল হলেই হলো, তাকে যেতে হেব চিতায়, স্বাধীনতার যুদ্ধের পাপ মোচনের এই এক অভিনব পদ্ধতি, শাহবাগীরা কি উৎসাহ উদ্দিপনায় উদযাপন করছে, আহা কতইনা মধূর আর আনন্দ দায়ক, কষাই কাদেরকে তো আর পাওয়া যাবেনা তাতে কি, কাদের মোল্লা আছে, হয়ে যাক অনুমরণ, পাপ মোচন তো হল, কষাই কাদের এর অবয়বটা কাদের মোল্লা ভেবে নিলেই হল, তারপর ঝুলিয়ে দাও ফাঁসিতে, পাইপ লাইনে আছে দেলোয় সিকদার এর বদলে দেলোয়ার সাইদি, আমরা এখন তার অপেক্ষায়, বাংলাদেশ পাপ মুক্ত হবে, আহা কি আনন্দ

আজকে তাই নতুন যে শিশুটি জন্ম নিবে আমাদের খেয়াল রাখতে তার নামের সাথে কোন রাজাকার নামের মিল আছে কিনা, না হয় কে জানো কালকে ফাঁসিতে ঝুলতে হবেনা!!

যে শিশুটি জন্ম নেবে আজ থেকে

নামটা একটু বুঝে শুনেই দিতে হবে

ঘরে রাখুন রাজাকারের নাম তালিকা

একটু আধটু মিলে গেলে খাবেন ধোকা

দাড়ি টুপির সাথে যদি নামাজ কালাম

হক হালাল মানেন যদি জান্নাত জাহা্ন্নাম

নামটা তবে উঠে যাবে ট্রাইবুনালে

ঠিক ঠিক ফেসে যাবেন নামের মিলে

কাদের মোল্লা হয়ে যাবেন কষাই কাদের

ঝুলিয়ে দিয়ে হাসবে সবাই নামের মিলের

দেলোয়ার এ মিল আছে তাই তাতেই হবে

ঝুলতেই হবে না ঝুলে আর কোথায় যাবে

বিচারক করেন বিচার নাক ডেকে

কেমন শাস্তি দিতে হবে রাখেন লিখে

তারপর আসে যায় স্বাক্ষি সাবোধ

ভাবেন বসে আসামী পক্ষ কি নির্বোধ

মিছে তারা কষ্ট করে মামলা চালায়

ফাসিটাতো হয়ে যাবে এক খোঁচায়

তার চে ভাল নামটা রাখুন বুঝে শুনে

না হয় ফাঁসির দড়ি রাখুন সংগে কিনে

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File