তারকাদের ঘর ভেঙে যায়..
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ডিসেম্বর, ২০১৩, ০২:১৩:১১ দুপুর
তারকাদের থাকতে নাই ঘর
সবাই আপন তাদের কেউ নেই পর
@
ভালবেসে করে যদি একবার বিয়ে
দুইদিন না যেতেই হয়ে যায় ইয়ে
@
তাদের মনে যে কেবল ভালবাসা বাসি
কেউ যখন দিতে চাই দিয়ে দেয় হাসি
@
পরকীয়া, স্বাধীনচেতা আছে টাকার লোভ
নেশাও করে তারা ইয়াবা গাজায় দেয় ডুব
@
আসুন তবে এমন কিছু কেইস নিয়ে ঘাটি
তাড়াতাড়ি বসে পড়ুন বিছিয়ে দিলাম পাটি
@
প্রেম করেই বিয়ে করেন জয়া-ফয়সাল
দুইটা বছর না যেতেই হয়ে যায় ঝাল
জয়া এখন মিডিয়াতে ভীষণ দাপাদাপি
ফয়সাল পথ হারিয়ে বসে আছে দিয়ে ঝাপি
@
অপি করিম পড়াল মালা হয়ে ধীরস্থির
জাপান প্রবাসী কম্পিটার ইঞ্জিনিয়ার তাসির
বছর এক না যেতেই হল ছাড়াছাড়ি
জানিনা কে করছে ভীষণ বাড়াবাড়ি
তারপর আবার বিয়ে সেটাও নিষ্ফল
পাত্র ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল
@
আসুন এবার জানা যাক তারিন-সোহেল
পালিয়ে বিয়ে করে ঘর বানাল হোটেল
তারকা বলে কথা এক বিয়েতে কি হয়
তারিন এখন এক প্রবাসীর গলা ঝুলে রয়
মাঝে মাঝে যায় শুনা ঢাকার কোন মালদার
তারিন করে তার সাথে রোমঞ্চ বারবার
মেয়ে ভাল তারিন আবার করে অস্বীকার
এমন ভাল মেয়ে খোঁজে পাবেনাতো আর
@
তাজিন এর সাথে ঘর হল এজাজ মুন্নার
সেটাও টিকলনা বেশী দিন আর
তারপর মুন্নার ঘরে এল লাক্স তারকা মম
সেটাও টুটে যায় কাটে যখন ভ্রম
শুনা যায় এটাও এখন হল ছাড়াছাড়ি
জানিনাতো কে এখন থাকে কার বাড়ি
@
শ্রাবন্তী-আর পার্থ মিল হল বেশ
সেটাও থাকলান ভাঙ্গল অবশেষ
শ্রাবন্তী নাকি নেশায় থাকে বুদ
পার্থ নাকি পরনারীর আসক্ত অদ্ভূত!
অবশেষে ছাড়াছাড়ি হল দু'জনা
পার্থ আছে গানে শ্রাবন্তীর খবর নাই জানা
@
হিল্লোল তিন্নির ঘটনা কি বলব আর
সেই কথা বাদই দিলাম বলার কি দরকার
ধর্ম ছেড়ে তিন্নি এল ভালবাসার টানে
ওদিকে আবার নেশা টানে বিপরীত উজানে
দুই দিন পরপর হয়ে যায় হাওয়া
হিল্লোলের হিসেব মিলেনা চাওয়া আর পাওয়া
নওশীন আর হিল্লোল এখন বাঁধল নতুন ঘর
দুজনরই সেকেন্ড মেরেজ দেখা যাক তারপর
@
ঘটনা তোলপাড় গুণধর প্রভা
অপুর্ব বেচারা খেল এক থাবা
আগেই বিকিয়ে সব রাজিবের কাছে
প্রভা যখন অপূর্বের গলা ধরে নাচে
ঘটনা ফাস হল মিডিয়া তোলপাড়
ছাড়াছাড়ি করে তারা বিয়ে করল আবার
@
মোনালিসা বিয়ে করে আমেরিকা প্রাবাসী ফাইয়াজ
দুইদিন পর জানা গেল ছেলের নেই তেমন কামকাজ
বিয়ের আগে বলে ছিল আছে টাকার পাহাড়
এখন তবে জানা গেল কিছুই নাই আর
যা হবার তাই হল মোনালিসা দেয় উড়াল
জানিনা এখন তাকে কে করে দেখভাল
@
আসুন এবার যা্ওয়া যাক একটু পেছনে
হঠাট শমী মজে গেল রিগুর প্রেমের টানে
বিয়ে করে ছুটে গেল দেশ ছেড়ে ভারত
জানা গেল রিংগুর আছে বউ এর আড়ত
শমী এখন বেশ সুখে আরাফাতের ঘরে
আরাফাত্ও দালাল ভাল আ্ওয়ামী সরকারে
@
মিষ্টি কন্যা সবার প্রিয় আফসানা মিমি
রাকায়াত এর ঘর করা হলনা তা জানি
মিমি ছিল বন্ধু আবার খুনি আজম রেজার
যার জন্য প্রাণ দিল আপন বউ তার
@
প্রেমের টানে ধর্ম বিরোধ থাকেনি তাদের
তানিয়া দেবাশিষ এমনই প্রেম হল দুজনের
বিধি বাম দুইটা দিন যেতে না যেতেই
দুইজন দুইদিকে হারিয়ে তারা খেই
দেবাশিষের ঘরে এখন অরুণা সরকার
দুইদিন পর তানিয়া হয়তো ঝুলবে আরেকবা
@
আপাতত গেলাম আমি কত লিখব আর
হাতের আঙ্গুল ব্যাথা করছে দিলাম তাই ছাড়
আবার আসব অন্য দিন অন্য কিছু নিয়ে
সেই পর্যন্ত ভাল থাকুন কাথা মুড়ি দিয়ে
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন