আমাদের সংসার স্বংসদীয় সরকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:১২:১৪ দুপুর



আমাদের সংসার

স্বংসদীয় সরকার

প্রধানমন্ত্রী নারী

কথার একটু এদিক হলে

তেলে বেগুন পুড়ে জ্বলে

ওদিকে দেয় ঝারি

Rose

সেদিন হলকি!

বেমালুম ভুলেছি

গিয়েছিলাম বাজারে

কাঁধে হাত রেখে বলে

কোথায় যে গুম হলে

স্কুল বন্ধু আহজারে

Rose

হাসি আর ঠাট্টায়

জম্পেশ আড্ডায়

সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যা

পেঁয়াজটা কুটা ছিল

আদা রসুন বাটা ছিল

গিন্নির হলনা আর রান্ধা

Rose

আসুকনা আজ তবে

দেখি আজ কি খাবে

মাথায় চড়াব তবে হাড়ি

হাত জোড় করেটরে

ভুলতো হতে পারে

এই দেখ শাড়ি

Rose

জমিনটা লাল কেন

পাড়ে আবার জরী কেন

রুচি টুচি নাই

হাতটা ধুয়ে এসো

চেয়ারটা টেনে বস

চল আগে খাই

Rose

এভাবেই চলছিল

কি জানি কি হয়ে গেল

বুঝা গেলনা

কোল জোড়ে বাবু এল

নেপকিনটা ধুয়ে ফেল

ভুলে যেওনা

Rose

হয়ে গেল দল ভারি

মায়ে ঝিয়ে এক হাড়ি

আমি আছি নাই

কার খবর কে রাখে

খেয়ে নিও এক ফাঁকে

যদি আমরা ঘুমিয়ে যাই

Rose

আমাদের সংসার

স্বংসদীয় নেই আর

যেন এক দলিয় শ্বাসন

তারা দু’জন এক জোট

এক মার্কায় দেয় ভোট

মূল্যহীন তাই অপজিশন

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File