আমি যদি এরশাদ হতাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৬:০৪ দুপুর



আমি যদি এরশাদ হতাম

কিযে মজা হতো

সকাল বিকাল ডিগবাজিতে

বেলা কেটে যেত।

Cook

হাতের উপর ভর করে

তুলে দিতাম ঠেং

উল্টে যেতাম টুপুস করে

হয়ে যেতাম ব্যাং।

Cook

আমি যদি এরশাদ হতাম

কিযে মজা হত

আমায় নিয়ে টানা টানির

হিড়িক পড়ে যেত।

Cook

১৪ বলত তুইযে আমার

সাত রাজ্যোর ধন

১৮ বলত ভীষণ কাঁদে

তোর জন্য মন।

Cook

আমি যদি এরশাদ হতাম

কিযে মজা হত

ঘাটে ঘাটে করতাম বিয়ে

মন চায় যত।

Cook

শাকিলা জিনাত হন্য হত

হারিয়ে সব দিশা

ঝুলতো গলায় লকেট যেমন

অন্য এক বিদিশা।

Cook

আমি যদি এরশাদ হতাম

হতাম থুথু বাবা

শেষ বয়সে খেত হত

লাথি জুতো থাবা ।

Wave

ওরে বাবা কাজ নেই

আর, এরশাদ হবনা

যেমন আছি তেমন ভাল

অন্য কিছু না।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File