দুষ্ট গরু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:১১:২৭ সন্ধ্যা
গরু করে হাম্বা হাম্বা
চোখে দেখে খাম্বা খাম্বা
ভয়ে গরু উল্টা দৌড়
বাজনা বাজে টুকুর টাকুর
দড়ি আছে গরু নাই
হাসিনা বু কই যায়!
ওরে বুবু ফিরে চা
গরুর নাচন দেখে যা
দুষ্টু গরু কুচকে ভুরু
ভাবটা জোওয়ান বুড়ু বুড়ু
বুবু বলে ফিরে আয়
গরু বলে সময় নাই
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন