বল দেখি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪৬:২৪ রাত
ঘুষ খাও ঠুস খাও
দিযে দাও ঢুস টাও
বল দেখি দোষ কার!
বলে দাও এক সূরে
নেচে গেয়ে ঘুরে ঘুরে
জামায়াত শিবির রাজা কার!
খুন কর গুম কর
যারে খুশি মার ধর
বল দেখি দোষ কার!
বল কি! কে আবার!
বলা বলির কি দরকার
জামায়াত শিবির রাজা কার!
স্বাধীনতার চেতনা
কে করে বেচা কেনা
বল দেখি দোষ কার!
চেতনার যাতনা
অতশত বুঝিনা
জামায়াত শিবির রাজা কার!
যা খুশি তা কর
হামলা কর মামলা কর
বল দেখি দোষ কার!
দেশ যাক রশা তলে
বলে দাও দলে দলে
জামায়াত শিবির রাজা কার!
অপিশ এ লেইট কেন
পথে ছিল জ্যাম কেন
বল দেখি দোষ কার!
গিন্নি ঘুম কেন
ব্রেকফাষ্ট ক্র্যাক কেন
জামায়াত শিবির রাজা কার!
মাল খেলে টাল হলে
মাথা ঘুর পড়ে গেলে
বল দেখি দোষ কার!
লুস মোশান পেট খারাপ
কাশি নেই খাও শিরাপ
জামায়াত শিবির রাজা কার!
গার্মেন্টস এর ছুটা ঝুট
শেয়ার বাজার ব্যাংক লুট
বল দেখি দোষ কার!
টেন ডার ছিন তাই
কে আর নেবে দায়
জামায়াত শিবির রাজা কার
বিনে পয়সার ট্রান জিট
দিয়ে বলে গুড ডিড
বল দেখি দোষ কার!
অসভ্য বলে দেবে
হিসেবটা যদি নেবে
জামায়াত শিবির রাজা কার
তেলে জলে লেপ্টে একাকার
হোক যত সৈরাচার নৈরাচার
বল দেখি দোষ কার!
গুড়ে বালি মিশ দিয়ে
সব কিছু ভুলে গিয়ে
জামায়াত শিবির রাজা কার!
বালা মুসিবত যত আছে
জাতি পুতি নাতির কাছে
বল দেখে দোষ কার!
যত দোস নন্দ ঘোষ
মুখে দিয়ে লেবেন চুষ
জামায়াত শিবির রাজা কার!
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন