স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দিতে রাজি আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৬:১৪:৩০ সন্ধ্যা
সব আমি দিয়ে দেব রাখবনা আর কিছু
কোনটা খাবে বল দেখি আম নাকি লিচু
?
কেন মিছে গো ধরে হয়ে আছ মাতাল
অ সময়ে কোথায় পাব তোমার জন্য কাঠাল
?
তরচে বরং কলা খাও ছিলে দেব নাকি
বড়ই যদি খাবে বল গাছটা দেব ঝাকি
?
এইযে দেখ তোমার জন্য গাছ পাকা ডালিম
এত কিছু থাকতে কেন খেতে চাইছ হালিম
?
হায় ভগবান আর পারিনা উদ্ধার কর এবার
মন্ত্রী ছাড়া হাতি ঘোড়া তাল পায়না দাবার
?
এমনই এক দশা আজ লেজ আর গোবরে
ছেড়ে দে মা কেঁদে বাঁচি আওয়ামী সরকারে
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন