আগে নেমে ‘বিতর্কিত’ হতে চায় না সেনাবাহিনী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ নভেম্বর, ২০১৩, ০২:০৭:০৬ দুপুর



সেলুট তোমায় আধেক জানায় বাকি আধেক পরে

আশায় আছি থাকবে তুমি তোমার আপন ঘরে

যেমন করে বললে তুমি চাওনা হতে গোলাম

সালাম তোমায় সালাম জানায় হাজার সালাম

আমরা আছি আর দু'টো দিন চাইনা হতে অধীন

প্রয়োজনে সবাই মিলে হব আবার স্বাধীন

সেলুট তোমায় আধেক জানায় বাকি আধেক পরে

ফিরিয়ে দিও তারা যদি আসে আবার তোমার দ্বারে

বলবে তুমি পারবনাতো ভাই এর বুকে বুলেট

আমরা তো নই পরের গোলাম পা চাটা গবেট

তবেই তোমায় আমরা দেব আধেক সেলুট বাকি

সত্যিই দেব নয়তো মিছে নয়তো মেকি ফাঁকি

কথা দিলাম তুমি ছাড়াই আমরা হব স্বাধীন

শপথ নিলাম যুদ্ধ এবার থাকবনা আর অধীন

বিষয়: বিবিধ

৮৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File