বেচারা বিচারক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ নভেম্বর, ২০১৩, ০২:০৬:৪০ দুপুর
বেচারা বিচারক
ধোলাইটা আচানক
বুঝেনাই কার কি ক্ষমাতা,
দেখাল চমক
পেটাল বেধড়ক
আহা কি নির্মমতা!
?
বেচারা বুঝেনাই
কার কি আসে যায়
যদি মারে ধরে,
সেই দিন আর নাই
দেখে যদি ভয় পাই
বিচারক হলে পরে।
?
দেশ এখন দেশ নাই
যা ইচ্ছে করা যায়
পুলিশ র্যাব যদি হয়,
আমি নাই তুমি নাই
কারো কোন দাম নাই
দেশ এখন বাকশালময়।
পেছনের ঘটনা : র্যাবের হাতে মার খেলেন বিচারক
কুমিল্লায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে র্যাবের হাতে মার খেলেন বিচারক মো. মহিউদ্দিন। অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাতে র্যাব সদস্যরা কুমিল্লা সিটি মেয়রের বাড়িতে তল্লাশির নামে ব্যাপক ভাঙচুর করে তাণ্ডব চালায়। এসময় তিনি র্যাবের নিকট এ বিষয়ে জানতে চাইলে তাকে বেধড়ক মারধর করা হয়।
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন