শুধু বাঁশ, এখন হাতে থাকবে লোহার রড : মহিউদ্দিন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ নভেম্বর, ২০১৩, ০৭:২৫:৩৭ সন্ধ্যা
এক পা কব্বরে বাকিটাও সেই পথে
লাঠি ছড়ি ধরি ধরি টিকে আছে কোন মতে
ঢেকি নাকি স্বর্গেও ভানে ধান
ডাকু মহিউদ্দিন তার উজ্বল প্রামাণ
বাড়লে বয়েস মানুষ তওবা খেয়ে বলে
মাপ শাপ করে দিও ভুল কিছু হলে
কত কি করেছি বুঝিনাই তখন
তখনতো বুঝিনাই বুঝলাম এখন
বাকশালীদের তবে এই এক গুণ
না মুসলিম না হিন্দু দুটাই দ্বিগুণ
বহনের শক্তি নই নিতে চাই রড
যুদ্ধ করার এখনো রয়ে গেছে সখ
খবরদার হারামজাদা ভাদার গোষ্ঠী
খুন খারাবি তোর অনেক সয়েছি
তোর রড ঢুকাইয়া দিমু তোর পাছায়
কথা কিন্তু মিছা না দেখবি হাচা'য়।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন