কোন্দলের ফল দাদা বাড়ী বল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ নভেম্বর, ২০১৩, ০৪:১১:৩৮ বিকাল
কেউ চাইছেনা দায় দায়িত্ব নিতে
চাইছে সবাই বলটা ছুড়ে দিতে।
ঠেলছে এদিক ঠেলছে ওদিক বল
খেলার চাইতে জমে গেছে কোন্দল।
বাজল বাঁশি পাচ্ছে হাসি পিক
খুঁজছে সবাই বল গেল কোনদিক!
ছুটছে এদিক ছুটছে ওদিক সবাই
হাটে মাঠে বলের দেখা নাই।
এদিক দেখ ওদিক দেখ বল
খুঁজতে থাক রাম ছাগলের দল।
কান্ড দেখে বল দিয়েছে আড়ি
বন্ধ খেলা গেছে দাদার বাড়ি।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন