বাকশালীয় বুলবুলি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:৩৭:২২ সন্ধ্যা
আর যা'য় বল ভাই পরিস্থিতি স্বাভাবিক
নির্বাচন হয়ে যাবে দেখে নিও ঠিক ঠিক
হরতাল অবরোধ মানছেনা জনগণ
উৎসবে মুখরিত জনপদ জনগণ।
এমন কথা যদি শুনে থাক নিজ কানে
বুঝে নিও পকেটে ঢুকে গেছে গুণে গুণে
পত্রিকায় চ্যানেলে আছে কিছু তোতা পাখী
শেখা বুল বলে দেয় কিচির মিচির ডাকি ডাকি।
শুনেছি কাক নাকি ঠোটের বাকী খাবারটা
চোখ বুজে গুজে রাখে গোপনে ব্যাপারটা
পরে যখন খুঁজে আবার ক্ষিধেয় পেট চো চো
চোখ বুজে ছিল তাই খুঁজে আর পাইনাতো।
এমনই হায় হায় অসহায় আছে কিছু দু'চার
চোখ বুজে বলে দেয় বাকশাল চাই আবার
জনগণ তেড়ে এসে দেবে যখন নাকানি
পড়ি মরি মর মর দিল্লি যাবে তখনি।
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন