কি চমেতকার দেখা গেল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০২:৩৪:৫৯ রাত
কি চমেতকার দেখা গেল
শাহবাগীদের চেতনা হল
সেই চেতনায় কাপড় গেল
হাতে মদের গ্লাস এল
বাপে পুতে মায়ে ঝিয়ে
খেল তারা চুইয়ে চুইয়ে
জমির চাচাদের নাইযে ইয়ে
লাজ শরম রাখে থুইয়ে
সেই চাচারা আদর্শ বিলায়
শাহবাগেরে তীর্থ বানায়
এমনে বুঝায় অমনে বুঝায়
কথায় কথায় চেতনা বিলায়
এটাই কি সেই চেতনা
গায়ের কাপড় ঠিক থাকেনা
জমির চাচার বালাখানা
এই বুঝি তোর বাঙ্গালিয়ানা
দেখুন আমাদের সাংস্কৃতিক জগতের প্রধান দাবিদার (যৌন জাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক/ জমির চাচা) নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বাম বাহুতে তার স্ত্রী শিমুল ইউসুফ। আর ডান বাহুতে বন্দী তার আপন মেয়ে এশা ইউসুফ হাতে মদের গ্লাস নিয়ে। কি চমৎকার। লন্ডনের গ্লোব থিয়েটারে তারা গিয়েছিলেন শেক্সপিয়ারের 'টেমেপস্ট' প্রদর্শন করতে। বাঙ্গালী সংস্কৃতির যোগ্য প্রতিনিধিত্ব তারা করে এসেছেন.........
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন