ভয় দেখিয়ে লাভ নেই, আমি সেনাপতি ছিলাম’
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ নভেম্বর, ২০১৩, ০৭:৩২:৪০ সন্ধ্যা
ওলে আমাল চেনাপতি ওলে ওলে ওলে
ইসি মিসি পিসি দাও বশে কার কোলে!
হাতি ঘোড়া বাঘ ভাল্লুক হালুম মালুম কালুম
তোমার ভয়ে সবাই বলে গেলুম গেলুম গেলুম
ওলে আমাল চেনাপতি ওলে ওলে ওলে
কেমন মজা বল দেখি থুথু ফেলে খেলে
চামড়া তোমার যাচ্ছে কেন বটে মটে গুটে
মরার আগে মর যদি কেমনে মারব চটে
ওলে আমাল চেনাপতি ওলে ওলে ওলে
করবে নাকি আবার বিয়ে বিদিশা ফিরে এলে
এখনও কি মনে তোমার তুষের আগুণ জ্বলে!
খেয়াল রেখ পুড়লে বেশী যাবে কলকব্জা খুলে
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন