__বাবা__
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ নভেম্বর, ২০১৩, ১১:০৪:১৩ রাত
যখন আমি ছোট্ট ছিলাম
হাটি হাটি পা পা
যেইনা আমি পড়ে যেতাম
হাত বাড়াত বাবা।
এখন আমি অনেক বড়
বাবা হাটেন পা পা
যেইনা আমি হাত বাড়ায়
ইশারায় বলেন লাগবেনা বাবা।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন