এবার তিনি মক্কার পথে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ নভেম্বর, ২০১৩, ০১:৪৬:৪০ দুপুর



এবার তিনি হজ্বে যাবেন রওনা দিলেন মক্বা

চেলা চুমুন্ডুর বহর হল গোটা ষাটেক পাক্কা।

Bee

করবেননা আর খুন খারাপি নিয়ত খাস দিলে

শর্ত আছে আবার যদি ফের গদি মিলে।

Bee

এটাই তার শেষ যাওয়া যাবেননাতো আর

ধর্মটাই ছুড়ে ফেলে, হবেন সেকুলার।

Bee

আল্লাহ তুমি রহম কর নইলে যাব অক্কা

এমন ডাইনি আসলে আবার কেউ পাবেনা রক্ষা।

Bee

ওমরাহ পালনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সৌদি যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওমরাহ পালনের জন্য এবারের সৌদি সফর প্রধানমন্ত্রী একান্ত ধর্মীয় এবং ব্যক্তিগত রাখতে চেয়েছেন। সৌদি সরকার প্রধানমন্ত্রীসহ ১০ জনকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু বোন শেখ রেহানাসহ তার এবারের সফরসঙ্গী ৫৫ জন।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File