আসুন বসুন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ নভেম্বর, ২০১৩, ০৬:৩২:০৪ সন্ধ্যা
দরজাটা খোল আছে
আসতে পারেন
নিজ গরজে চেয়ারটায়
বসতে পারেন
রান্নাটা করা আছে
খেতে পারেন
সেই ফাঁকে আলোচনা
করতে পারেন
বিছানা করা আছে
থাকতে পারেন
নাকটা টেনে টুনে
ঘুমাতে পারেন
মন যা চায়
করতে পারেন
প্রাণটা খুলে হা!
হাসতে পারেন
খেকখেক করে আবার
কাশতে পারেন
সা রে গামা
গাইতে পারেন
ঝুমুর লাগিয়ে পা'য়
নাচতে পারেন
নিজ গুণে ব্যাপারটা
বুঝতে পারেন
তাল গাছটা আমার
ভাবতে পারেন
বিষয়টা বুঝলে এবার
যেতে পারেন
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন