তাবোল তাবোল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ নভেম্বর, ২০১৩, ০২:০৬:২২ দুপুর
ঘুরছে মাথা ভন ভন
শুনছি কানে শন শন
দেখছি ডাবল জন জন
ভাবনা মনে টন টন
?
দোলছি যেন দোল দোল
লাগছে চেপটা গোল গোল
খাচ্ছি ভুনা ঝোল ঝোল
হচ্ছে সবই ভুল ভুল
?
হচ্ছি বুড়ো বাচ্চা বাচ্চা
বলছে ডাক্তার আচ্ছা আচ্ছা
কেমন যেন খামছা খামছা
লাগছে আজকাল আবছা আবছা
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন