ধমকে চমক নির্বাচন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ নভেম্বর, ২০১৩, ০৩:৫২:১৬ রাত

শেষ হয়েও হ'লনা শেষ

রয়ে গেল চমক বিশেষ

.

ছাড়ি ছাড়ি হলনা ছাড়া

পড়ি মরি খাড়ার মরা

.

ভেবেছিলাম কি আর হবে

যাচ্ছি বলে আসব তবে

.

হাসি মুখে কদম বুচি

মুখ লুকিয়ে দিলাম হাচি

.

গায়ে যখন অসূরের বল

মারব ছুড়ে ছাগলের দল

.

নিমেষেই হাওয়া যাচ্ছে ঘুরে

জ্বলছে আগুন নিজের ঘরে

.

ছিল যারা আশে পাশে

চাইছে যেতে বন বাসে

.

যার বুদ্বিতে তোলা পাল

সেও চাইছে ছাড়তে হাল

.

ঈশারা আর ইংগীতে হায়

বলছে এখন সমঝোতা চাই

.

হায়রে মন্দ কপাল আমার

নেইযে আর পথ পালাবার

.

ছেড়েদে মা কেঁদে বাঁচি

ফুটো নৌকার বেহাল মাঝি

.

দু'হাত জুড়ে চাইছি ক্ষমা

কান ধরেছি উষ্ঠা দেবেননা

.

সং হয়েছি গুলিয়ে বিধান

তাইতো আজ এই পরিনাম

আসছে সবাই ধেয়ে ধেয়ে

চাইছি ক্ষমা পা ছুয়ে

.

আর হবেনা এমন ভুল

হয় যদি ছিড়বে চুল

.

এবারের মতো কর ক্ষমা

গদির নাম আর নেবনা

.

দাঁড়াবনা আর তিন আসন

উৎসবেই হোক এই নির্বাচন

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File