মুক্তির অপেক্ষায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ অক্টোবর, ২০১৩, ০৮:৪৪:০৯ রাত

রাতের বেলা একা রাস্তায় চলার সময় যখন ভয় লাগে তখন অনেকেই গান ধরেন ভয় কাটানোর জন্য, সরকারের এখন সেই অবস্থা, ভয়ে মাইক লাগিয়ে দিয়েছেন, একটা চলছে কোনদিন জনসভা হবে তার বয়ান, অন্যটাতে ৭ই মার্চ এর জ্বালাময়ী ভাষণ, দাবাইয়া রাখতে পারবানা

বাজারে গিয়েছিলাম, এক সবজি ক্রেতা বলল ভাই আজ কি বিশেষ ব্যাক্তির বিশেষ কোন দিন? অন্য এক ক্রেতা জবাব দিলেন, জ্বি এইদিন ওনায় ডায়রীয়া হয়েছিল, সবাই হেসে উঠল

দাড়ী দেখে বুঝা যাচ্ছিল শুটকি বিক্রেতা নামাজি হবে নিশ্চয়, যারা নিয়মিত খাচ দিলে নামাজ পড়ে তাদের চেহেরায় একটা নুরানী রহমতের আভা থাকে, জিজ্ঞেস করলাম মাইক এর এতো ব্যাবহার কেন? উনি বলল, আমাদের কিছু বলার নেই, দেশ ওদের, আর একবার আসতে পারলে, আমারা আর দাড়ীও রাখতে পারবনা, সেই ব্যাবস্থা হবে...........

সাধারণ মানুষ কোথায় যেন আজ বন্দী, প্রকাশ করতে পারছেনা মনের গুমোট চাপা ব্যাথা বেদনা, ব্যালট পেলে সিল মেরে হয়তো একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলবে মুক্তি দাও হে আল্লাহ

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File