জ্বরব্যাধি আমার এবং জাতির
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ অক্টোবর, ২০১৩, ১১:৩৩:২৬ সকাল
কয়দিন ধরে ধুকছি ভাই
জ্বর আসে জ্বর যায়
খেতে গেলে রুচি নাই
তেতো লাগে যা খাই
কয়দিন ধরে রাজনীতি
পাকছে জট বাড়ছে ভীতি
আমরাই আসলে বংগ জাতি
জলটা একটু ঘোলা প্রীতি
এক এগার দিচ্ছে ডাক
লগী বৈঠা মারছে হাক
দা কুড়ালের নতুন ঢাক
ইমার্জেন্সি তুই প্রস্তুত থাক
প্যারাসিটামলের বাহারে
জ্বর আমার কমছেরে
কোন সিটামল আহারে
জাতির জ্বর সারেরে!
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন