রামপালকে রক্ষা করতে যদি তোমরা চাও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২১:১১ রাত
রামপালকে রক্ষা করতে যদি তোমরা চাও
লোডশেডিং যতই হোক একটু সয়ে যাও
লোডশেডিং এর গল্প বলি মন দিয়ে শুনুন কাহানি
বলবে সরকার বিদ্যুৎ দরকার কোথা থেকে আনি
একটু খানি বিদ্যুৎ গেলে ঘাম ঝর ঝার ঝরে
তাইনা দেখে সরকার মশায় কিযে কান্না করে!
বিদ্যুৎ যদি নাইবা দিলাম কি দরকার এমন সরকার
সেই বিদ্যুৎ দিতে একটু সেক্রিফাইস খুব দরকার
চেষ্টা করছি যে করেই হোক ছাড়ছিনা তবু হাল
আড়িয়াল বিলে ছাড় দিয়েছি ছাড়ছিনা তাই রামপাল
বলছিলাম তাই রামপালকে রক্ষা করতে যদি তোমরা চাও
আলো অন্ধকার, ঠান্ডা গরম যাই থাকুক একটু সয়ে যাও
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন