ইদানিং

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০২:২৪:২৩ দুপুর



ইদানিং বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত

যাচ্ছেনা হাটা অলিগলি কিংবা ফুটপাথ।

আসছে তেড়ে লেজটা নেড়ে লাগছে ভয়

যদি কামড়ে দেয় শুনেছে পেটে বাচ্ছা হয়।

আছে আতংক জলাতংক কুকুরের কামড়ে

ভয়ে তাই হেটে যাই আর তাকায় পেছন ফিরে।

করছেটা কি সরকার কুকুর নিধন খুব দরকার

কুকুরে যদি ভরে যায় দেশ হবে কি চমৎকার!

শুনেছি জাপানে তাদের ভাষায় কুকুর মানে ইনু

আমাদেরও আছে এমন ইনু দ্বিপদি আর নতজানু।

এই দেশে খেয়ে পুরে লেজ নাড়ে অন্য দেশের কথায়

কোথায় আর যাব বলুন কুকুর যদি এমন জালায়।

দিলাম গা ঝাড়া নিলাম লাঠি হাতিয়ার ভয় পাবনা আর

আসুক তেড়ে আচ্ছা করে ধোলায় হবে আর পাবেনা ছাড়।

ধোলায় ধোলায় ধোলায় হবে হোক চতুষ্পদ কিংবা দ্বিপদ

থাকবেনা আর অলিতে গলিতে কিংবা নষ্ট সমাজের বিপদ

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File