বিবি আর বুবুর সংলাপ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৬:৫৯ রাত



থালেদা বলে শুন হাসিনা, বয়েসতো আর কম হলনা

জয় পরাজয় থাকবে খেলায়, তাই বলে কি খেলতে মানা!

চলবেনা, সময় থাকতে শুধরে যাও, চুদুর বুদুর চলবেনা।

Bee

হাসিনা বলে শুন খালেদা, আমিও বাপকা বেটি হাসিনা

আমিও খেলতে জানি, গায়ে পড়ে জ্ঞান দিবিনা

পাবেনা, যতই তুমি কান্না কর, তত্বাবধায়ক আর পাবেনা।

Bee

জ্ঞানী লোকে শুনে বেশী, বলে কম তা জাননা

খালি কলশি বাঁজে বেশী, তা আছে জানা

হবেনা, জনগণ জেগেছে এবার, লগী বৈঠায় কাজ হবেনা।

Bee

আমার কাছে দাদা আছে, দাদার কাছে বুদ্ধি আছে

আমি যা জানি, তুমি খালেদা তা জাননা

যাবনা, এই দেশ আমার বাপ দাদার, গদী ছেড়ে আর যাবনা

Bee

খালেদা বলে শুন হাসিনা, যতই তুমি কুট চালনা

হবেনা, কাজ হবেনা, জনগণ ছাড় দেবেনা, পার পাবেনা

Bee

হাসিনা বলে শুন খালেদা, আমি কিন্তু কম বুঝিনা

গদিটা গেলে এবার, জানি তা আর পাবনা, তাই ছাড়িনা

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File