শৈশবের গান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৪:৫১ সকাল



আমি জানিনোতে ছোট্ট এই জীবনের কি মানে

কোথা থেকে এলেম আবার যাব কোন খানে

আমি জানিনাতো কেন আজ ভাবছি এই সব

আমার শুধু ইচ্ছে করে ফিরে পেতে শৈশব

Rose

আমার ভাল লাগেনা জীবন এমন যান্ত্রিক নিয়মে

আটটা পাঁচটা অপিস করে আটকে থাকা জেমে

আমার দমটা যেন বন্ধ হয়ে যাবার উপক্রম

টানা হেচড়ার সংসার আমার রুটি রুজগার কম

তবুও আমার এসব নিয়ে নেই মাথা ব্যাথা

আমার শুধু ইচ্ছে করে ভাবতে শৈশবের কথা

Rose

ভর দুপুরে মাঝ পুকুরে প্রথম সাঁতার কাটা

দ্বিধা দ্বন্দের দোলায় থেকে প্রথম গোঁফ ছাটা

সেই যে প্রথম ভাল লাগার কুমিরার মিরু

বলতে বলতে হয়নি বলা কাঁপা বুক দুরু

জানি নাতো আমার কেন এমন মনে হয়

জীবন মানে শৈশব ছাড়া অন্য কিছু নয়

Rose

আম চুরীর অপরাধে কানে ধরে উঠবশ করা

সরল অংক ভাল্লাগেনা তাই লিখতাম বসে ছড়া

এসব দেখে হাল ছেড়ে বাবার মেজাজ কড়া

মা বলতেন রাগ করিসনা ভাতটা আছে বাড়া

শৈশব আমার সাদামাটা আর তেমন কিছু নয়

তবুও আমার কাছে জীবন মানে শুধুই শৈশবময়

(প্রতিটা লাইন সাত শব্দে আবদ্ধ করা হয়েছে, যেটা আমার নিজের কাছেই ভাল লেগেছে খুব)

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File