অবশেষে প্রথম আলো মানচিত্র খুবলে খেল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ আগস্ট, ২০১৩, ১২:৩৩:০৭ রাত



প্রথম আলো প্রথম আলো

খবর শুনে পিলে চমকাল!

এই বুঝি মনে ছিল!

মন তোমার দেশদ্রোহী কালো

Time Out

প্রথম আলো প্রথম আলো

জানিনাতো কিযে হলো

মানচিত্রে তোমার রৌমারী আর

চর রাজিপুর, উপজেলা কোথায় গেল!

Time Out

প্রথম আলো প্রথম আলো

অবশেষে বুঝা গেল

রৌমারী আর পাদুয়ায়

বিডিআর, দাদাদের রুখে দিয়েছিল

Time Out

প্রথম আলো প্রথম আলো

নব্য বাকশাল যখন এল

বিডিআর তার পুরষ্কার পেল

সেই বিডিআর নাই হল!

Time Out

প্রথম আলো প্রথম আলো

ষোল কলা পূর্ণ হল

এবার দেখি মানচিত্র তোমার

দেশটাই খোবলে খেল

Time Out

প্রথম আলো প্রথম আলো

দালালীটা ছাড়লে ভাল

দুই দিন পর বলবেনাতো!

পিঠের ছাল কোথায় গেল!

----আসুন এবার ঘটনাটা বিশ্লেষণ করা যাক----

২০০১ সালের ১৮ই এপ্রিল। বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী সংঘর্ষে এদিন নিহত হয়েছিলেন ১৮ জন ভারতীয় সীমান্ত রক্ষী। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গ্রাম বড়াইবাড়িতে এই সংঘর্ষের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক এক কঠিন সংকটের মুখে পড়ে।

বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষের নজির আর নেই। ভোররাত থেকে ছয়ঘন্টা টানা সংঘর্ষ চলার সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে জরুরী কথাবার্তা চলছিল। কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরই কেবল তারা পিছু হটে।

পরবর্তিতে হাসিনা সরকার ভারতকে খুশী করার জন্য এবং গোপনে ক্ষমা চাওয়ার জন্য তাড়াহুড়া করে ভারত যান হাত পা ধরে ক্ষমা চেয়ে এসে সাথে সাথে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানকে অনত্র বদলী করে ভারতকে বুঝিযে দিয়েছেন যে শাস্থির ব্যাবস্থা করা হয়েছে

ঘটনা এখানেই শেষ হলে হয়তো মেনে নেয়া যেত কিন্তু ভারত হয়তো সেইদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন বিডিআর আর রাখা যাবেনা কারণ বিডিআর এর জওয়ানরা তাদের দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারপর হয়ে গেল বিডিআর হত্যাকান্ড, কাটা দিযে কাটা তোলা হল, বাংলাদেশ থেকে চলে গেল ৪৭জনে চৌকশ সেনা নায়ক, সেই বিডিআর আর নেই, সেটা এখন বিজেবি হয়ে বন্দুক এর নল এখন আর ভারতমুখী নেই, বন্দুক এর নল এখ নিজের দেশের দিকে, পাখীর মতো গুলি করে নিজের ভাইদের মারছে এখন

----প্রথম আলো নতুন মাত্রা সংযোজন করল আজ----

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার ঘোষণায় এই মানচিত্র প্রকাশিত হয়েছে। কোথায় গেল এই উপজেলা দুটি? এটা কি এখন বাংলাদেশের অংশ নয়? প্রথম আলো কি শিক্ষা দিতে চাইছে জিপিএ-৫ প্রাপ্তদের? নাকি নিছক ভুল? আর সব ভুলের কি ক্ষমা করা যায়?

ভারত বেশ কয়েকবার এই উপজেলা দুটি দখল নেবার চেষ্টা করেছে, বারবার অনুপ্রবেশ করেছে, বিডিআর যান বাজী রেখে আটকে দিয়েছে বারবার, সেই বিডিআর আজ আর নেই, আর প্রথম আলো মানচিত্র থেকেই বাদ দিয়ে দিয়েছে সেই জায়গাটা, হায়রে প্রথম আলো, হায়রে আমার মাটি!

বিষয়: বিবিধ

২০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File