নব্য ফেরাউন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ১১:১৯:০৩ সকাল
মিথ্যা কথা বলতে বলতে সত্য গেছি ভুলে
সত্য এখন বলেনা কেউ আমার জাত কুলে।
মিথ্যেবাদী রাখাল আমি বাঘের গল্প জানি
জেনেশুনেই খাল কেটে কুমির ডেকে আনি।
ধর্ম কর্মে মন বশেনা অধর্মটা বেশ করি
ন্যায় নীতির ধার ধারিনা চালাই যখন ছড়ি।
ভাল আমার ভাললাগেনা মন্দ লাগে বেশ
ভাল মন্দের ভেদ খুঁজিনা গেছে নিরুদ্দেশ।
সৃষ্টির চাইতে ধ্বংস প্রিয় ভাল লাগে খুন
প্রতিবাদী হয় যদি কেউ দিন দুপুরে গুম।
আমিও বলতে চাই ওম কিংবা কুন
বলুক লোকে যতই আমায় নব্য ফেরাউন।
বিষয়: বিবিধ
২২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন