ঘটনা আমি কিচ্ছু জানিনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৩, ০৬:০৮:৩১ সন্ধ্যা

ঐশীর কাছে খোলা চিঠি

--------------------------------লাকী



ঐশী তুমি চিনতে পারছ! আমি লাকী

আমি বুঝতে পারছিনা তুমি করলাটা কি?

I Don't Want To See

এইযে দেখ মুরগী ছিলা আছে ঝুলে

যার ইচ্ছে নেবে কিনে পয়সায় পুষালে

I Don't Want To See

তোমার মা-বাবা নাহয় ছিল সেকেলে

ভুল বুঝেছে ভেবেছে তোমায় বাউন্ডেলে

I Don't Want To See

তায় বলেকি এমন কান্ড কেউ করে!

মাসুল দিল গিয়ে তারা পরপারে

I Don't Want To See

একটাইতো জীবন খাও দাও মাস্তি মারো

প্রয়োজনে জমির চাচার গলা ধরে ঝুলতে পার

I Don't Want To See

মা বাবা যদি না বুঝে সব আমরা আছি

সুন্দর করে বুঝিয়ে দেবে রোকেয়া প্রাচী

I Don't Want To See

এমন ভুল আর করনা বোন আমার

আমরা চাইনা নারী পুরুষ ভেদাবেদ আর

I Don't Want To See

আবার এসো নাচেগানে মাস্তি হবে শাহবাগ এলে

ধস্তা হবে ধস্তি হবে জমির চাচা তোমায় পেলে Rolling on the Floor

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File