সাত সকালে পুকুর ঘাটে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৩, ০৩:০৪:৫২ দুপুর



গাঁয়ে মানেনা আপনি মোড়ল

কুটনামিটা আর গেলনা

মইজ্জা বাড়ীর কাজের বেটী

একচুল ও লড়বেনা

Rolling on the Floor

নেকড়া শাড়ীর কুচকি টেনে

কোমরে দেয় গিট

ভূইয়া বাড়ীর খালেদা খাতুন

হেসেই হল ফিট

Rolling on the Floor

পুকুর ঘাটের হান্ডি পাতিল

রোজ ধু'তে এসে

বাঁধিয়ে দেয় হট্টগোল

ছা'য় হাতে বসে

Rolling on the Floor

কুলছুম নাকি বলেছিল

জায়গা দাও খালা

তাতেই তিনি রেগে আগুন

কান ঝালাফালা

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File