পুতুলের পাংখা গজাইতাছে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৩, ০২:২১:৩৩ দুপুর



পুতুল তুমি কি কথা কও মজীনার সাথে

বহুত চিন্তায় ধরেনা মাথায় কোনমতে

কিসের এতো মিটিং কর ৩ঘন্টা যাবত

ভয়ে আছি আনো আবার কোন মুসিবত

পুতুল তুমি কিসের বলে মিটিং ফিটিং কর

দেশ তোমাদের মা নানাদের সেই চিন্তা ছাড়

ভোদাই মার্কা রাজনীতিটা না করলেই নয়!

এসব একটু ছাড়লে এবার দেশের মংগল হয়

পাগলা ছাগলা ভাইটা তোমার আবোল তাবোল বকে

কিসের নাকি তথ্য আছে আংগুল উচায়া থাকে

তুমিও দেখি কর আজকাল মিটিং ফিটিং সিটিং

বলি এবার খেমতা দাও নইলে হবে বিটিং বাইটিং বাইটিং

---------------------------------------------------------------------

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। মাকির্ন রাষ্ট্রদূতের ঢাকাস্থ বাসভবনে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা এ বৈঠক চলে রাত ৮টায় শেষ হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীও বৈঠকে উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর কন্যার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও দেশের চলমান কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পুতুল ও শরণের মধ্যে দেশের চলমান রাজনীতি, অর্থনীতিসহ সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File