মিছিলে গেলাম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৩, ০২:৪০:৩৭ রাত
মা'গো মিছিলে গেলাম আমি
জানি আমি জানি
তোমার ছেলে তোমার কাছে
সবার চাইতে দামী
অপেক্ষায় থেকনা মা
যদি না ফিরি
বাকশালীদের বুলেট যদি
প্রাণটা নেই কাড়ি
কেঁদনা মা দোহায় তোমার
চেপে রেখো বুকে
তোমার ছেলে শহীদ হয়ে
বাকশাল দেবে রুখে
এখনই সময় জিহাদে যাবার
বাকশাল রুখে দেবার
তাইতো আমি মিছিলে গেলাম
অপেক্ষায় থেকনা আর
ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবিরের (দক্ষিণ) ৮৮ নম্বর ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান মলি্লক সহ সকল শহীদ ভাইদের স্মরণ করে উৎসর্গ করা হল এই কবিতা............
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন