এস আই বেণু রায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ আগস্ট, ২০১৩, ০৮:২২:৩৭ রাত
এস আই বেণু রায়
বুবু খুব ভাল পাই
দাড়ি টুপি যদি পায়
টান মেরে করে নাই
এস আই বেণু রায়
তোমার কোন তুলনা নাই
দাদার দেশের ইশারায়
করে দাও ইসলাম নাই
এস আই বেণু রায়
বন্দে মাতারাম বলা চাই
এই দেশের মূল্য নাই
চলেন সবাই ভারত যাই
এস আই বেণু রায়
তোমাকে প্রণাম জানায়
বাকশালের এই জামানায়
কিছুই আর করার নাই
এস আই বেণু রায়
মুসলামানের মূল্য নাই
বাপ দাদার ধর্ম তাই
কেমনে ছাড়ি বলেন ভাই
এস আই বেণু রায়
বলতে আর শরম নাই
দেশটা তোমায় দিয়ে যায়
দাড়িটা একটু ছাড়েন তাই
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন