ইচ্ছে করে আকাশ ছুঁয়ে দেখি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ আগস্ট, ২০১৩, ১০:৩৬:৪৬ রাত
বাক প্রবাসের পা
কালা বান্দরের ছা
দেখেই হলাম হা
উল্টো হাটে পা
বাকপ্রবাসের পা'য়
আকাশ ছুতে চা'য়
দেখুন দেখি হা'য়
বান্দর হার মানা'য়
নোনা পানিতে ভিজিয়ে এলাম গা
ঢেউয়ের তালে দিলাম সাতার টা
যারে অবসাদ আর জিমিয়ে থাকাটা
কাব্য ঝরায় ফুরফুরে তাই মেজাজটা
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন