বন্ধু নেহায়েৎ এর ঈদ আনন্দ!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ আগস্ট, ২০১৩, ০২:০৯:১৫ দুপুর
ঈদের দিনে মুখটা বেজার বেচারা নেহায়েৎ
সেমাই এর প্লেইটটা ঠেলে বলল শুধু ধ্যাৎ!
অজনা এক কারন দেখিয়ে বোনাস হয়নি এবার
ঈদের দিনে অপিস খোলা ডাবল শিফ্ট আবার
?
আনন্দটা তাই মাটি হল পাচ্ছে শুধু কান্না
চাকরীটাই আজ ছেড়ে দেব চাইনা এমন যন্ত্রনা
রাগের মাথায় হন হনিয়ে দিল অপিস ছুট
কিছুই আজ খাওয়া হইনি পেটের মধ্যে ভুত
^^
রাস্তা ফাঁকা বন্ধ হোটেল কোথায় কি মেলে!
খিধের চোটে ইচ্ছে হচ্ছে ফাইলটা খাবে গিলে
এই হল তার ঈদের মজা বাড়ে ক্ষোভ আর অভিমান
কত লোকের ঈদ হয়না সেটাই ভেবে প্রেসারটা কমান
এভাবেই তার যায় কেটে একটা ঈদের দিন
ফেইসবুকে ষ্ট্যাটাস দিল ঈদের শুভেচ্ছা নিন
লিংক : Click this link
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন