রাজনীতির হালচাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ আগস্ট, ২০১৩, ০৩:২৭:১৪ দুপুর
বিল বোর্ডে ছেয়ে গেল দেশটা
ডুবো তরী তীরে তুলার চেষ্টা
ঈদে আনন্দ না কাটতেই রেশটা
হরতালে না মাটি হয় শেষটা
কে কার ঘাড়ে দেবে দোষটা
চান্স পেলে তেড়ে দেবে ঢুষটা
দলে দলে দলাদলির চালটা
যায় আসে জনগণের প্রানটা
কবে হবে রাজনীতির হুসটা
মুখে মধু যখন আসে ভোটটা
তারপর লুটে খাও অভাগা দেশটা
জনগণ বুঝেও বুঝেনা ভুলটা
ফি বছর উল্টে যায গণেষটা
যে লাউ সেই কধু একাট্টা
বিধাতা নিশ্চুপ পোড়া কপালটা
জনতা ক্ষোভে তায় চাপড়ায় বুকটা
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন