বন্ধু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ আগস্ট, ২০১৩, ১১:১৮:১৯ রাত
বাগানে ফুটিল ফুল ভ্রমরতো আর আসলনা
আশায় আশায় দিন যে গেল, বন্ধু কথা রাখলনা
মনে কতো স্বপ্ন ছিল, বন্ধুর আমায় বাসবে ভাল
স্বপ্ন আমার যায় ভেসে যায়, স্বপ্ন ছোয়া গেলনা।
বাগানে ফুটিল ফুল ভ্রমরতো আর আসলনা।।
আমি পথ পানে চেয়ে চেয়ে, ভাবি কত আনমনা হয়ে
সুখের ভেলা ভাসিয়ে দিয়ে, ভাসতে থাকি দুইজনা
জীবন যৌবন সব হারিয়ে, মাঝ দরিয়ায় পথ হারিয়ে
পাহাড়সম ঢেউয়ের মাঝে, দিক হারলাম একজনা।
বাগানে ফুটিল ফুল ভ্রমরতো আর আসলনা।।
আজও আমার দিন চলে যায়, চেয়ে চেয়ে পথ পানে
আজও আমার দিন চলে যায়, গেয়ে গেযে বন্ধুর গানে
বন্ধু আমার আসবে ফিরে, আমার আকাশ স্বপ্ন ঘিরে
হাত বাড়িয়ে বলবে আবার, এইতো আছি দেখছনা!
বাগানে ফুটিল ফুল ভ্রমরতো আর আসলনা।।
বি.দ্র. বন্ধু ইকুর সদ্য পোষ্ট করা ছবিটা দেখে আমার মনের অভিব্যাক্তি
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন