ফল বিপর্যয়ে দায়ী বিরোধী দল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ আগস্ট, ২০১৩, ০১:৫৭:৩৮ দুপুর
এতো করে বলি তোকে গাঞ্জা খাওয়া ছাড়
কে শুনে কার কথা ঘটনা তোলপাড়
পত্রিকায় লিড নিউজ চোখ ছানাবড়া
কানাঘুষা চলছে ভীষণ এপড়া ওপাড়া
বাংগালীর কপাল পোড়া তোর ছবি দেখে
সকালটা শুরু হল ভীষণ রেগে মেগে
ঘটনা আর কিছুনা পরীক্ষার ফল বিপর্যয়
তুই নাকি বলেছিস দায় তোদের নয়
সাধে কি তোরে কয় রং হ্যাডেড ম্যান
ফেন্সি গাঞ্জা খাইয়া তোর মুখে আসে ফেন
এভাবে কি দেশ চলে আর যা হবার তায়
ফলাফল নিম্নমুখী বারটা বাজার অপেক্ষায়
দেশ কি তোর বাপের তালুক মন যা চাই
মাল খাইয়া টাল হইলেও কি আসে যায়!
বাঁশের কেল্লার গীরা এবার দিলামনা আর ছাট
সময় থাকতে গাট্টি গুছাও যাও দিল্লির ঘাট
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন