ঈদের ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৩, ০৫:১৫:৫০ বিকাল
সামনে রোজার ঈদ
খুশিতে নাই নিদ
নতুন জামা গায়
নতুন জুতা পায়
সাজব নতুন করে
ঘুরব ঘরে ঘরে
সেমাই পায়েস পিঠা
মন চাইবে যেটা
থাকবেনা তো শাসন
ছুটো ছুটির বারন
নেই পড়া লিখা
কঠিন অংক শিখা
সালাম দেব জনে
সেলামি নেব গুণে
বাঁজাবো বাশী ভোঁ
নাচবে পুতুলটা ও
বাদ যাবেনা কেউ
গরীর বন্ধুটা ও
পাশের বাড়ির রহিম
কিংবা শাহনা, করিম
হোকনা গরীব কিপ্টে
মা বলেছে মিশতে
ভাগ দেব তাদেরও
নতুন কিংবা পুরোনো
জুতো কিংবা জামা
একটা কিছু হোকনা
বলব এটা তোমার
ঈদটা যে সবার
আজকে সবাই মিলে
সবাই বন্ধু হলে
যাবেনা হাত ছাড়া
থাকবো এক জোড়া
এটাই ঈদের মর্ম
নেই ভেদাভেদ ধর্ম
বিষয়: বিবিধ
১৬৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন