এলেবেলে-১
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৩, ০৬:৪৭:৩৪ সকাল
ভাললাগেনা ছাই
পানসা লাগছে সবই
ছন্দ পায়না খুজেঁ
লাগছে সবই আজগুবি
মন বসেনা ছাই
এদিক ওদিক ছুটে
শান্তি কোথায় পাই
একটু যদি জোটে
ঘুম আসেনা ছাই
নির্ঘূম কাটে রাত
দিন গুণে যাই
হোক সুপ্রভাত
বলতে চাইনা ছাই
হোক সূরের গান
ফুলটা ফুটোক মনে
জাগিয়ে উঠোক প্রাণ
বিষয়: বিবিধ
১৭৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন