বিটি আগ্রাসন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুলাই, ২০১৩, ০৭:৫৫:৪৭ সকাল
কথাটা জরুরী তাই যাবেননা হাফ শুনে
আগ্রাসনের বিষয় এবার বিটি বেগুনে
মনসান্তো এবং ভারতীয় পার্টনার মাহিকো
বীজ নিয়ে টালবাহানায় তাদের জুড়ি নাইকো
খোদ ভারতেই লংকা কান্ড তুলা প্যাটার্ন নিয়ে
ফিলিপিনে প্রতিরোধ হল তাড়ায়েছে ঝেটিয়ে
মাহিকোর কালো হাত এবার বাংলাদেশ
প্ল্যানটা খুবই সহজ বেগুন হবে নিরুদ্দেশ
আমাদের বেগুণ নিয়ে করেছে গবেষণা
হাইব্রিড বীজ করে করতে চাইছে টাল বাহানা
প্রক্রিয়াটা এবার একটু বুঝিয়ে বলি
কৃষকের বীজটা তাদেরই কাছে যাবে চলি
তারা যখন কোরাস গাইবে অধীক ফলন
পড়ে যাবে হুড়াহুড়ি হবে বিটি বপন
হাইব্রীডে বীজের চালাকি নাই সবার জানা
বীজ থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়না
এখন যেমন কৃষকেরা রেখে দেয় বীজ
বছর বছর ফসল ফলায় হয়তো জমিন লীজ
তখন কিন্তু বাঁধা হাত কোম্পানীর হাতে
হাইব্রীডের ফল থেকে বীজ হয়না কোন মতে
এভাবেই কৃষক তার হারাবে সব বীজ
বাধ্য হয়ে কিনতে হবে কোম্পানীর চিজ
তাছাড়া কথা আরো রয়ে গেছে বাকী
বিটি বেগুনে রয়েছে রয়েছে স্বাস্থের ঝুঁকি
বিটি নিয়ে আসছে এবার ভারতের মাহিকো
আমাদের বীজ নিয়ে টালবাহানা চলবেনাকো
আমরাও রুখে দেব আসুন সবাই চাই প্রতিরোধ
আমাদের বেগুণ আমাদের বীজ আমাদেরই হোক
বীজ নিয়ে রাজনীতি হতে দেবনা আর
হাইব্রীড চলবেনা আর দেবনা ছাড়
এক দফা এক দাবি মাহিকো তুই কবে যাবি
ভারতের মরা ওখানেই মর এখানে এলে লাথি খাবি
লিংক: Click this link
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন