কি করি আমি, কি করি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুলাই, ২০১৩, ০৭:২৪:৪৫ সন্ধ্যা
আমার মন ভাল নেই, দিলে নেই শান্তি
আমার কি হল আজ, লাগে বড়ই ক্লান্তি
আমার ঘুম কেন নেই, গেল কোথায় ছাড়ি
দিশ কুল পাইনা আমি, এখন কি-যে করি
কি করি আমি, কি করি আমি, কি করি আমি
কি করি, কি কি কি কি করি আমি কি করি
আমার ভোট কেন নেই, চোখে হলুদ দেখি
আমার জোট গেল কই, তেতুল খাচ্ছে নাকি
আমার সোনার খাঁচা আছে, দেখছি নাতো পাখি
তুইযে আমার তুরুপের তাস, তোরে ছাড়া মরি
কি করি আমি, কি করি আমি, কি করি আমি
কি করি, কি কি কি কি করি আমি কি করি
কইরে আমার মখা ইনু, কি করলি তোরা
কইরে আমার কালো বিড়াল, ওরে মুখ পোড়া
হেফাজতের কি হল গো, গেল আমায় ছাড়ি
একুল ঐকুল দুইকুল গেল, শাহবাগী নাটক করি
কি করি আমি, কি করি আমি, কি করি আমি
কি করি, কি কি কি কি করি আমি কি করি
বিষয়: বিবিধ
২৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন