এ রায় প্রহসন আর কিছু বলার নাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুলাই, ২০১৩, ০৩:০৫:৫৬ দুপুর
ইহা একটি ব্যাতিক্রম রায়
যার প্রত্যক্ষ কোন স্বাক্ষী নাই
তবু্ও তারা বিচার করতে চাই
শাহবাগ চিল্লাই ফাঁসি চাই, ফাঁসি চাই
.
কেউ বলে সন্তুষ্ট এটাই চাই
কেউ বলে ৯০ বছর কম হয়ে যায়
কেউ বলে আংশীক খুশি হওয়া যায়
কেউ বলে বিচার মানিনা তাল গাছ চাই
.
এ রায় ন্যায় ভ্রষ্ঠ কেউ বলতে চাই
এ রায় প্রতিহিংসা ছাড়া কি আর বলা যায়
এ রায় মঘের মুল্লুক মন যা চাই
এ রায় প্রহসন আর কিছু বলার নাই
বিষয়: বিবিধ
১৫৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন