বন্ধু তোমায় তেতুলের মতো ভালবাসী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জুলাই, ২০১৩, ১২:৩৭:৪২ দুপুর
ভাল লাগে চাঁদ আর ঐ মুখের হাসি
বন্ধু তোমায় তেতুলের মতো ভালবাসী
.
কেউ বলে টক টক, কেউ বলে মিষ্টি
আমি বলি দুটোই চাই, চাই আরো বৃষ্টি
রিমিঝিমি টুপটুপ ঝমঝম প্লাবণ মনভাসি
বন্ধু তোমায় তেতুলের মতো ভালবাসী
.
কেন তুমি দূরে থাকো, আরও একটু ভালবাস
কেন তুমি আড়ালে থেকে মিছেমিছি শুধু হাসো
কেন আমি চাঁদের পানে চেয়ে থেকে একা হাসি
বন্ধু তোমায় তেতুলের মতো ভালবাসী
বিষয়: বিবিধ
২৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন