ঠগ পিরিত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৩, ১১:৫৩:১৯ সকাল
এমন করে কইলে কথা
কেমন করে না বলি
তোমার তালে চলতে গিযে
এখন আমার হাত খালি
এমন করে চাইলে তুমি
কেমন করে না বলি
তোমার চাওয়ার উজান টানে
নির্ঘূম আমার রাতগুলি
এমন করে মন ফেরালে
কেমন করে যাই ভুলি
তোমার মনের দিক বলয়
ঘুরি আমি দিক ভুলি
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন