বাবা জিন্দাবাদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জুলাই, ২০১৩, ০৯:২০:৫১ রাত
পিতা তোমায় বলছি কানে কানে
জিন্দা থাকলে মুখ গুঁজিতা কোনখানে
তোমার কন্যা সে-তো জাতির ফুল
তোমার মতই দেখতে, বাকীটা সব ভুল
চেটাং চেটাং কথা বলে বড়জন
পেছন থেকে গুটি নাড়ে অন্যজন
এবার বলি নাতিপুতির কথা
নামেই জয় কামের বেলায় ফো-তা
ঘাটে ঘাটে বিয়া করছে হিন্দু আর খ্রীষ্টান
তুমি থাকলে কান মলে ডাকতা শয়তান
তুমি নাই বাবা মনের দুঃখ কারে বুঝায়
তোমর বংশের বিয়া খাব সেই কপাল নাই
?
তোমার নাতনীর নাম রাখছে টিউলিপ
তুমি থাকলে আচ্ছা করে টাইনা দিতা জিব
বাংলা আমার অহংকার বাংলা নাম চাই
নাতি পুতির খাছিলতে বাংলা মেলা দায়
m/
শংকায় থাকি থাকবেনা তোমার নাম নিশানা
ইসলামের ধার ধারেনা তোমার কন্যা হাসিনা
মাঝরাতে কামান দাগায় নিভিয়ে আলো বাতি
দাড়ি টুপি ধরে ধরে চালাই গুলি, লাশের উপর লাথি
আরো অনেক কথা আছে বলতে লাগে ভয়
গুম এখন নিত্য সংগী নয়কে গুণে ছয়
অনেক কথা হল বাবা বাকীটা আজ থাক
মনের মনেই রাখি মুখে বলি বাবা জিন্দাবাদ
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন