আমজনতার আইক্কা বাঁশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুলাই, ২০১৩, ০২:২৫:০৩ দুপুর
নির্বাচনের গরমে
মরি আমি শরমে
একি! দশা নৌকার
মাঝিমাল্লা বেকার
হেফাজতের জোয়ারে
নৌকা ভেসে ওপারে
মখা ইনু সোয়ারী
সংগে আছে কবরী
বিলাই বলে মেয়াও
আমাই সংগে নাও
পিঠে ছালা এমরান
জিগাইলাম কই যান?
পেছন পেছন লাকী যায়
চান্দের আলোয় বুঝা দায়
বুবু বলে হেইয়া
ঠেল সবাই চাইয়া
কে শুনে কার কথা
এরশাদ কাকুর দিলে ব্যাথা
?
দুই আবুলের গুতাগুতি
গোলাম এখন পোয়াতি
মিজান বলে সুলতানা
পিরিত কইরা কাম হইলনা
আমজনতার আইক্কা বাঁশ
হিছা খুঁজে সব্বনাশ!
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন