বাজারে ঢোল বাজারে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জুলাই, ২০১৩, ০৫:৩৫:০৪ বিকাল



বাজারে ঢোল বাজারে

রেশমা মাজারে।।

.

বুবু কইছে হান্দাই যা

রাইতের আন্ধার কেউ দেখতনা

বেয়ান বেলাই চিক্কুর দিবি

বাইচ্ছা আছিরে।

.

বাজারে ঢোল বাজারে

রেশমা মাজারে।।

.

বুবুর কথায় কান দিয়া

গর্তের মইধ্যে গেলাম শুইয়া

এক রাইত উপোষ ছিলাম

সতের দিন হইয়া গেলরে।

.

বাজারে ঢোল বাজারে

রেশমা মাজারে।।

.

মূল্য আছে বুবুর কথার

চাকরী হইছে ফাইভ ষ্টার

বুবু কইছে ডেম কেয়ার

ভাব দেখাইয়া চলবিরে।

.

বাজারে ঢোল বাজারে

রেশমা মাজারে।।

.

শুনেন গণ দেশবাসী

এবার আসল কথায় আসি

বুবুর কইছে জানে মার্ডার

কথা না শুনলেরে।

.

বাজারে ঢোল বাজারে

রেশমা মাজারে।।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File