দাও বিদায় মা জননী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৩:৫১ সকাল
রক্ত খেয়না মা জননী
আমরা তোমার সোনার ছেলে
জল খেতে দেব তৃষ্ণা পেলে
তবুও হতে দেবনা ডাইনি
রক্ত খেয়না মা জননী
আমরা কি তোর সন্তান নই!
ধর্ম কর্মে আকড়ে রই
কেন ওদের লেলিয়ে দিলে
মানব খেকো জল্লাদ খুনি
রক্ত খেয়না মা জননী
আমরা তো মা তৌহিদের পথে চলি
সৎ পথে চলি আর সত্য কথা বলি
তুই কেন মা চেয়েছিলি মাথার খুলি
তবুও তোকে মা হতে দেবনা ডাইনি
রক্ত খেয়না মা জননী
মা জননী আমরা যারা
শহীদ হলাম তোর পিপাসায়
একটুও কিন্তু মন ভাঙ্গেনি হতাশায়
চলে গেলাম খোদার কাছে
রেখে গেলাম লক্ষ যোজন দ্বীনি
রক্ত খেয়না মা জননী
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন