আত্মকথন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জুন, ২০১৩, ০৭:০৫:৩৯ সন্ধ্যা

বাহ! ভালতো, ভালনা!

এমন দেশপ্রেম থাকে ক'জনা

বুবু কইছিল চিন্তা কইরা দেখ রেশমা

দেশে থাকবা নাকি আমরিকা যাবা কিনা

রেশমাও কি তলে তলে কম শেয়ানা!

আমরিকার কথা বলে গুম হয়ে যায় কিনা

তার চেয়ে বেটার হয় হোটেল পাঁচ তারা

ধন্যবাদটা দিতেই হয় ভবন ঝাকাইছিল যারা

সবই খোদার উছিলা আর বুবুর অবদান

যদিও হুকুমজারী "মুখ খুলবানা, সাবধান!"

অফিস ঘর যাওয়া আসা আছে পাজেরো

কি ছিলাম কি হলাম, লাগে অবাক আমারো

সে যায় হোক যদিও মুখে তালা, আছি কিন্ত বেশ

অনন্ত জলীল নাম্বার পাইল কই! পাঠাইছে এসএমএস

"প্রিয় রেশমা, মনে বড় আশা ছিল করমু সিনেমা

কি একখান অভিনয় করলা তুমি তুলনাহীনা"

ভাইব্বা দেখি এ লাইনে আসমু নাকি অন্য কিছু করুম

বুবুর সাথে আলাপ কইরা তারপর ঝেড়ে কাশুম

অনেক কথা হল আজ সবই মনে মনে

খবরদার মনের কথা কখনো কান যেন না শুনে

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File