তোমার জন্য করুণা হয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৯:৪৭ সন্ধ্যা
করুণা হয় তোমার জন্য
বরুণা দিয়ে মুখ ঢাকি
সারা বছর চোখ মুছে
করলে কেবল কান্নাকাটি
@
ইমনের পা গিয়েছে
গুমের পর গুম
তুমি মিজান তাকিয়ে ছিলে
ভান করেছ হুম..
@
লাশের পর লাশের মিছিল
পাখির মতো মারছে পুলিশ
তুমি মিজান ঘুমিয়ে ছিলে
কাথা মুড়ে নরম বালিশ
@
আজকে তোমার হুস ফিরেছে
সব শিয়ালের এক রা
কাদের মোল্লার রায় শুনে
চুলকায় তোমার গা
@
আহা তোমার মোচের বাহার
ফিতা দিয়ে পেন্ট বাঁধো
থাকতে সময় ছালা দিয়ে
পিঠের পরে গিট বাঁধো
@
মিজানুর কাসুন্দি
@
রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবে- আশা ড. মিজানের
@
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিক্রিয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, এ রায়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আশা করব, রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবে যাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, ট্র্যাইব্যুনালের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাই এ রায় মেনে চলতে হবে।
কমিশন চেয়ারম্যান বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের পাঁচটি প্রমাণিত হয়েছে। এছাড়া মিরপুরের আলেকদি গ্রামে ৩৪৪ জন হত্যার অভিযোগ রয়েছে, যা গণহত্যা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া এখানে প্রত্যাশিত ছিল।
কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
উৎসঃ বিবার্তা২৪
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন